close

সুখবর

সুখবর

দেশে গিয়ে মোটর সাইকেল কিনছেন ভাবছেন ? দেখে নিনি কোন মোটর সাইকেল এর দাম কতো

Untitled-1 copy

রেক ব্র্যান্ডের মোটরবাইক পেতে আপনাকে যেতে হবে ঢাকার ইস্কাটন, কাকরাইল ও মগবাজারে। এখানে মূলত ডিলাররা মোটরবাইক বিক্রি করেন। তবে নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের বাইক কিনতে চাইলে যেতে হবে প্রতিষ্ঠানগুলোর নিজস্ব শোরুমে।

 

 

 

 

রানার

রানার কম্পানির বিভিন্ন মোটরবাইকের বাজার দর এখানে দেওয়া হলো। ডায়াং রানার এডি৮০এস (অ্যালয় রিম) ৮১০০০, ডায়াং রানার এডি৮০এস ডিলাক্স ৮৩০০০, ডায়াং রানার বুলেট ১০৫০০০, ফ্রিডম রানার এফ ১০০-৬এ ৮৮০০০, ফ্রিডম রানার রয়্যাল+ ১০১০০০, ফ্রিডম রানার টারবো ১৪০০০০, রানার টারবো-১২৫ ১৩০০০০, এলএমএল ফ্রিডম ১২৫০০০, রানার চিতা ৮৫০০০, রানার নাইট রাইডার ১৫৬০০০ এবং রানার কাইট+ ৮৬০০০ টাকা।

 

 

বাজাজ

বাংলাদেশে সর্বাধিক বিক্রীত ও সবচেয়ে জনপ্রিয় মোটরসাইকেল বাজাজ। বাংলাদেশে বাজাজ মোটরসাইকেলের একমাত্র পরিবেশক উত্তরা মোটর্স লিমিটেড নিজস্ব ১৫টি শাখা অফিস ও ২৩০টি ৩এস (সেলস, সার্ভিস ও স্পেয়ার) ডিলারের মাধ্যমে জনপ্রিয় ১০টি মডেলের বাজাজ মোটরসাইকেল বিক্রি করছে। বাংলাদেশের বাজারে সর্বপ্রথম এবং নাম্বার ওয়ান স্পোর্টস বাইক বাজাজ পালসার ১৫০সিসির বর্তমান মূল্য ১৭৭৫০০, আর একটু বেশি স্টাইলিস্ট পালসার এস ১৫০সিসি ২২৩৫০০ টাকা। দেশের সর্বাধিক বিক্রীত ডিসকভার ১২৫সিসি ডিস্কের মূল্য ১৫২৫০০, ড্রাম ১৪১৫০০ এবং ডিসকভার ১০০ সিসির মূল্য ১২৯৫০০। বর্তমান যুগের হাল ফ্যাশন ক্রুজ বাইক অ্যাভেঞ্জার ১৫০সিসির মূল্য ১৯৯৫০০ এবং মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাজাজ ভি ১৫০সিসি ১৬৭৫০০। এ ছাড়া প্লাটিনা ১০০ ইএস ১১৭৫০০, প্লাটিনা ১০০ কেএস ১০৬৫০০ এবং সিটি ১০০-এর বর্তমান মূল্য ৯৫৫০০ টাকা।

 

 

ইয়ামাহা

ইয়ামাহা যেহেতু একটি আন্তর্জাতিক ব্র্যান্ড, সেহেতু বাজারে এটির চাহিদাও ব্যাপক। ইয়ামাহার এফজেড-এস ও ফ্রেজারের চাহিদাটা একটু বেশি। তবে ইয়ামাহার তিন-চারটির মতো মডেল এ দেশে পাওয়া যায়। সবগুলোরই দাম একটু বেশি। সবচেয়ে দাম বেশি ওয়াইজেডএফ আর১৫ ভার্সন২ মডেলের বাইকটির। এটির দাম ৪৮০০০০ টাকা। এ ছাড়া অন্যান্য মডেলের মোটরসাইকেলের মধ্যে ওয়াইজেডএফ আর১৫৫ ভার্সন১.৫ ৪৪০০০০, ফেজার এফ১ ভার্সন২ ২৭৫০০, এফজেডএস এফ১ ভার্সন২ ২৫৫০০০, এফজেডএস এফ১ ভার্সন২ (এসই) ২৬৫০০০, এসজেডআরআর ভার্সন২ ১৯০০০০, এসজেডআরআর ভার্সন২ (এসই) ১৯৫০০০, সেল্যুটো ড্রাম ১৪৫০০০, সেল্যুটো ডিস্ক ১৫২০০০ এবং সেল্যুটো ডিস্ক (এসই) ১৫৫০০০ টাকা।

টিভিএস

টিভিএস অটো বাংলাদেশ লি. ভারতের টিভিএসের মোটরবাইকগুলো বাংলাদেশে আমদানি করে। সারা বাংলাদেশে এদেরও রয়েছে বেশ কিছু ডিলার। এবার টিভিএসের বিভিন্ন মডেলের বাইকের দাম জেনে নেওয়া যাক। এক্সএল ১০০ (১০০ সিসি)-এর মূল্য ৬৪৯০০ টাকা, মেট্রোকেএস ১০০ সিসি ৯৯৯০০, মেট্রোইএস ১০০ সিসি ১০৯৯০০, মেট্রো প্লাস ১১০ সিসি ১২৩৯০০, মেট্রো প্লাস ডিস্ক ১১০ সিসি ১৩২৯০০, স্কুটি জেস্ট ১১০ সিসি ১৪৭৫০০, জুপিটার ১১০ সিসি ১৬৪৯০০, ওয়েগো ১১০ সিসি ১৬২৯০০, স্ট্রাইকার ১২৫ সিসি ১৩৭৯০০, ফোয়েনিক্স ১২৫ সিসি ১৪৮৯০০, অ্যাপাচি আরটিআর (এসডি) ১৫০ সিসি ১৭৯৯০০, আরটিআর এসডি মেট (নীল/কালো) ১৫০ সিসি ১৮৪৯০০ এবং অ্যাপাচি আরটিআর (আরডি) ১৫০ সিসি ১৯৮৯০০ টাকা।

 

 

 

মাহিন্দ্রা

বিশ্বখ্যাত ও ভারতে প্রস্তুতকৃত মাহিন্দ্রা ব্র্যান্ডের মোটরসাইকেল ও স্কুটার ২০১৩ সাল থেকে বাংলাদেশে সুনামের সঙ্গে বাজারজাত করে আসছে স্বনামধন্য নাভানা কম্পানির অঙ্গপ্রতিষ্ঠান আফতাব অটোমোবাইলস লিমিটেড। এবার নাভানার বিভিন্ন মডেলের মোটরসাইকেল ও স্কুটারের দাম জানিয়ে দিচ্ছি। মাহিন্দ্রা সেঞ্চুরো ডিস্ক ব্রেক ১১০ সিসি ১৩০০০০ টাকা, মাহিন্দ্রা সেঞ্চুরো এন এক্স টি ১১০সিসি (ডিজিটাল মিটার) ১২৫০০০, মাহিন্দ্রা সেঞ্চুরো এক্স টি ১১০সিসি (এনালগ মিটার) ১২২০০০, মাহিন্দ্রা রকস্টার ১১০সিসি ১১০০০০, মাহিন্দ্রা রকস্টার ডিলাক্স ডিস্ক ব্রেক ১১০সিসি ১১৯০০০, মাহিন্দ্রা এরো এক্স টি রাউন্ড হেডলাইট ১১০সিসি ৯৪৫০০, মাহিন্দ্রা এরো এক্স টি স্কয়ার হেডলাইট ১১০সিসি ৯৭৫০০, গাস্টো ১১০সিসি (স্কুটার) ১৪২৫০০ এবং গাস্টো ১২৫সিসি (স্কুটার) ১৫২৫০০ টাকা। গ্রাহকদের সার্বক্ষণিক সেবা নিশ্চিত করার জন্য সারা বাংলাদেশে প্রতিষ্ঠানটির ৩৮৬টি সার্ভিস পয়েন্ট আছে, যেখানে দক্ষ কর্মী দিয়ে সেবা প্রদান করা হয়।

 

 

 

বড় ধরনের কোনো সমস্যা ছাড়া দক্ষ কর্মী দ্বারা ২৪ ঘণ্টার মধ্যে যেকোনো সমস্যা সমাধানের নিশ্চয়তা দিয়ে থাকে আফতাব অটোমোবাইলস লিমিটেড। গ্রাহকদের তাত্ক্ষণিক সেবা প্রদান করতে আছে নিজস্ব মোবাইল সার্ভিস টিম।

হিরো

বাংলাদেশে হিরো মোটরসাইকেলের একমাত্র পরিবেশক নিলয় মটরস্ লিমিটেড। হিরোর বিভিন্ন মোটরসাইকেলের বাজার দর দেওয়া হলো। হাঙ্ক ডাবল ডিস্ক ১৫০সিসি ১৬৯৪০০ টাকা, এচিভার সিংগল ডিস্ক ১৫০সিসি ১৩৫১০০, গিয়ামডার ডিস্ক সেল্ফ ১২৫সিসি ১৩১১০০, স্প্লেন্ডর আই স্মার্ট ১১০ সিসি ১২১১০০, স্প্লেন্ডর+ কস্ট সেল্ফ ১০০ সিসি ১০৮১০০ এবং এইচএফ-ডিলাক্স সেল্ফ স্টার্ট ১০০ সিসি ১০৭১০০ টাকা।

 

 

 

read more
সুখবর

বাড়ি তৈরিতে ঋণ দিতে গ্রাহক খুঁজছে ব্যাংক !!প্রবাসীদের অগ্রাধিকার…

Untitled-1 copy

ঢাকা২৬ নভেম্বর- দেশের বাণিজ্যিক ব্যাংক ‍ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এখন গৃহঋণ দেওয়ার জন্য গ্রাহক খুঁজছে। যারা ফ্ল্যাট কেনা বা বাড়ি তৈরি করতে আগ্রহীতাদেরই এই ঋণ দিতে চায় এই আর্থিক প্রতিষ্ঠানগুলো। কয়েকটি বেসরকারি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের মতেএই খাতের গ্রাহকরা ঋণের টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে সচেতন।

এ কারণে প্রতিষ্ঠানগুলো অন্য খাতের চেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে গৃহঋণকেই। একইসঙ্গে প্রতিষ্ঠানগুলো এই খাতে ঋণ-প্রক্রিয়াও সহজ করেছে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, এই খাতে ঋণখেলাপি ও সুদের হারও কম। আবার ফ্ল্যাটের দামও আগের চেয়ে বেশ কিছুটা কমেছে। এককথায়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো অন্য খাতের চেয়ে আবাসন খাতে বিনিয়োগকে নিরাপদ মনে করছে।

 

জানতে চাইলে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)  আনিস এ খান বলেন, ‘আবাসন খাতে ব্যাংকের বিনিয়োগ অনেক নিরাপদ। এই খাতে এখন সুদের হারও অনেক কম। আমরা সিঙ্গেল ডিজিটে গ্রাহকদের ঋণ দিচ্ছি। মানুষ বছরের পর বছর ভাড়া বাসায় না থেকে নিজের বাসায় থাকার সুযোগ পাচ্ছে।’

এদিকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাধারণ ঋণের চেয়ে গৃহঋণে খেলাপি তুলনামূলকভাবে কম। ২০০৬ সালে ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের হার ছিল ৫ দশমিক ৪৫ শতাংশ। তখন গৃহঋণে খেলাপি ছিল ১ দশমিক ৫৭ শতাংশ। ২০১৬ সালে খেলাপি ঋণের হার দাঁড়ায় ৮ দশমিক ১৬ শতাংশ। কিন্তু তখনও গৃহঋণে খেলাপির হার ছিল মাত্র ৩ শতাংশ।

 

 

এ প্রসঙ্গে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেন, ‘ফ্ল্যাট-ক্রেতাদের ঋণ পরিশোধ সংক্রান্ত তথ্য পর্যালোচনা করলে দেখা যাবে, তাদের ৯৯ শতাংশই ঋণ সময়মতো পরিশোধ করেছেন। এ কারণে এ খাতে ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর তেমন কোনও ঝুঁকি নেই।’

জানা গেছে, গত তিন বছর ধরে রাজধানীসহ বিভিন্ন শহরে বাড়ির ভাড়া কয়েকগুণ বাড়লেও ফ্ল্যাটের দাম সেই তুলনায় বাড়েনি। একইভাবে জমির দামও বাড়েনি। উপরন্তু এই সময়ে সুদের হার কমেছে। আবাসন খাতে সুদের হার এখন ৮ থেকে ৯ শতাংশের মধ্যে। যদিও একই সময়ে সরকারি-বেসরকারি কর্মকর্তাদের বেতন বেড়েছে কয়েকগুণ। এমন পরিস্থিতিতে আয়কর সংক্রান্ত বিশেষ সুবিধা নিতে অনেকেই ব্যাংক ঋণ নিয়ে ফ্ল্যাট কিনছেন।

 

 

বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষক ও রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত। তিনি বলেন, ‘ট্যাক্স (আয়কর) সুবিধা নিতে অনেকেই ব্যাংকের টাকায় ফ্ল্যাট কেনেন। হাতে পর্যাপ্ত টাকা থাকার পরও ব্যাংক ঋণ দেখানোর মাধ্যমে অনেকেই কর রেয়াত সুবিধা নেন।’

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৪ সালের পর থেকে আবাসন খাতে ঋণবিতরণ ধারাবাহিকভাবে বাড়ছে। ২০১৪ সালে ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের মধ্যে ৪ দশমিক ৯৩ শতাংশ ছিল গৃহঋণ।  ২০১৫ সালে সেটা বেড়ে ৫ দশমিক ২১ শতাংশ হয় এবং ২০১৬ সালে ৫ দশমিক ৬৯ শতাংশে দাঁড়ায়। আর এ বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে গৃহঋণ বিতরণ করা হয়েছে ৪ হাজার ৪১২ কোটি টাকা। একই সময়ে আদায় হয়েছে ৩ হাজার ৮১৭ কোটি টাকা।

 

 

জানা গেছে, ব্যাংকগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড, মিউচুয়াল ট্রাস্ট, ইসলামী, আইএফআইসি, ব্র্যাক, ইস্টার্নসহ কয়েকটি ব্যাংক ফ্ল্যাট কিনতে ৫০ শতাংশ পর্যন্ত ঋণ দিচ্ছে। আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ডেলটা ব্র্যাক হাউজিং ফিন্যান্স করপোরেশন (ডিবিএইচ), আইডিএলসি, আইপিডিসি, লংকাবাংলা ফিন্যান্স ফ্ল্যাট কিনতে ঋণ দিচ্ছে। ঋণের সুদের হার ৯-১২ শতাংশ।

এ প্রসঙ্গে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. খলিলুর রহমান বলেন, ‘এখন সিঙ্গেল ডিজেট সুদেই পাওয়া যাচ্ছে ফ্ল্যাট  কেনার ঋণ। তিনি বলেন, ব্যাংক থেকে ঋণ পেতে কিছুটা সময় লাগলেও আমাদের প্রতিষ্ঠানে আবেদন করার সাত মাত্র দিনের মধ্যেই এক কোটি টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে ফ্ল্যাট কেনার এখন সুর্বণ সময় যাচ্ছে।’

 

 

প্রসঙ্গত, দেশের ব্যাংকগুলো বর্তমানে ৭০ অনুপাত ৩০ ঋণ-মার্জিনে গৃহঋণ দিচ্ছে। অর্থাৎ বাড়ি নির্মাণ বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে খরচ বা দামের ৩০ শতাংশ গ্রাহককে জোগাড় করতে হয়। বাকি ৭০ শতাংশ ব্যাংকের কাছ থেকে ঋণ পাওয়া যাবে।

প্রবাসী বাংলাদেশিরা বাড়ি নির্মাণ বা ফ্ল্যাট কিনতে মোট খরচের ৭৫ শতাংশই ব্যাংক থেকে ঋণ পাচ্ছেন। অর্থাৎ কোনও প্রবাসী দেশে ১ কোটি টাকা মূল্যের বাড়ি কিনতে চাইলে তিনি ২৫ লাখ টাকা রেমিট্যান্স পাঠাবেন। বাকি ৭৫ লাখ টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়ার সুযোগ পাবেন।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন,  ‘গৃহঋণের বিভিন্ন দিক বিশ্লেষণ করে একটি নীতিমালা তৈরির  বিষয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।  এ নীতিমালা তৈরি হলে গ্রাহকরা সহজে ঋণ নিতে পারবেন।’ তিনি বলেন,  ‘সহজ শর্তে ও স্বল্প সুদে মানুষ যেন গৃহনির্মাণে ঋণ পায়, সে বিষয়ে ব্যাংকগুলোকে এগিয়ে আসতে হবে।’

 

 

এদিকে রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) বর্তমানে বাড়ি বা ফ্ল্যাট ক্রয়ে এক কোটি টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণ দিচ্ছে। প্রতিষ্ঠানটি সাধারণ, গ্রুপ, ফ্ল্যাট, বর্ধিত, ২০ বছর মেয়াদি মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত, পাঁচ বছর মেয়াদি বিশেষ ও সেমিপাকা—এমন সাত ধরনের ঋণ দিচ্ছে।  এতে  সুদ আরও একদফা কমাতে চায় বিএইচবিএফসি। এর আগে চলতি বছরের শুরুতে গৃহ ঋণ ১২ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৯ শতাংশ, আর ফ্ল্যাট কেনায় সুদের হার ১০ শতাংশ করা হয়। এখন সুদের হার ৮ শতাংশের ঘরে নামিয়ে আনতে চায় প্রতিষ্ঠানটি।

সূত্র : বাংলা ট্রিবিউন

 

 

read more
সুখবর

এবার পাওয়া গেলো পানির খনি বাংলাদেশে–!! এক জায়গায় নয় – দুই জায়গায় ।।

Untitled-1 copy

সাভার মানিকগঞ্জে দুটি পানির খনির সন্ধান পাওয়া গেছে ওয়াসার পক্ষ থেকে বলা হয়েছে, এই দুটি পানির খনির উৎস হিমালয় পর্বতমালার একটি হিমবাহ ওয়াসার দাবি, খনি দুটিতে প্রায় ৪০ বছর ব্যবহার করার মতো পানি জমা আছে এবং তা এখনও আসছে এই দুটি খনির পানি কখনও ফুরাবে না

খনি দুটির একটি হচ্ছে সাভারের তেঁতুলঝরা ভাকুর্তা এলাকায়। অপরটি মানিকগঞ্জের সিঙ্গাইরে। এই খনি প্রায় ৬০০ ফিট নিচে এবং এর বিস্তৃতিও অনেকদূর

মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনেঢাকা ওয়াসার সার্বিক অগ্রগতি : আগামীর কর্ম পরিকল্পনাশীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়

খনি দুটি থেকে শিগগিরই পানি সরবরাহ করা সম্ভব হবে। ২০১৮ সালের মার্চের দিকে রাজধানীর মিরপুর এলাকায় এই খনির পানি সরবরাহ শুরু হতে পারে। খনির পানি পাইপলাইন দিয়ে মিরপুরে নিয়ে আসা হবে, কারণ সেখানে পানির স্তর নেমে যাচ্ছে। পানি খাবার উপযুক্ত তবে এতে আয়রনের মাত্রা বেশি তাই সেটা দূর করার জন্য সেখানে একটা প্ল্যান্ট স্থাপন করা হয়েছে

ওয়াসা পক্ষ থেকে আরও জানানো হয়, ঢাকা ওয়াসা ইতোমধ্যেই ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে মাটির ওপরের উৎসজাত পানির দিকে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে ঢাকার ৭০ ভাগ পানি মাটির ওপরের উৎস থেকে আসবেযা পরিবেশবান্ধব

 

 

read more